ব্রাউন সুগার পাচারের পথে গ্রেফতার এক নার্সিং ট্রেনীং ইন্সটিটিউটের ছাত্রী
দেবু সিংহ,মালদা:আট লক্ষ টাকার ব্রাউন সুগার পাচারের পথে গ্রেফতার এক নার্সিং ট্রেনীং ইন্সটিটিউটের এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার ৩৪নম্বর জাতীয় সড়ক সংলগ্ন হ্যান্টাকালী মোড় এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ছয়শো গ্রাম অত্যাধুনিক ব্রাউন সুগার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে,ধৃতের নাম আকিনুর খাতুন(২১)। বাড়ি কালিয়াচক থানার আলীপুর এলাকায়। সে […]
Continue Reading