জেলা প্রশাসনিক ভবনে মাতৃদুগ্ধ পান কক্ষ

দেবু সিংহ,মালদা:- আন্তর্জাতিক মাতৃ দুগ্ধপান সপ্তাহ উদ্যাপন করল মালদা জেলা প্রশাসন। গতকাল সকালে একটি ট্যাবলো উদবোধন করে মাতৃ দুগ্ধ পান সপ্তাহের সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) জামিল ফাতেমা জেবা। পরে জেলা প্রশাসনিক ভবনে মাতৃ দুগ্ধ কর্ণারের উদবোধন করা হয়। অঙ্গনওয়াড়ি সেলের জেলা প্রকল্প আধিকারিক অজয়কুমার বরুয়া জানান, জেলা প্রশাসনের উদ্যোগে মাতৃ দুগ্ধপান সপ্তাহ উদ্যাপন […]

Continue Reading