নদীয়ার গৌরহরি মিশন মডার্ন টোলে আর ৭০ জন অব্রাহ্মণদের পৌরহিত্যের প্রশিক্ষণ
মলয় দে নদীয়া :-নদীয়ার হাঁসখালি ব্লকের বগুলার গৌরহরি মিশন মডার্ন টোলে আর ৭০ জন অব্রাহ্মণদের পৌরহিত্যের প্রশিক্ষণ দেওয়া শুরু হল। নতুন ইংরেজি বছরের প্রথম দিনে তাদের উপনয়নের ব্যবস্থা করা হয়েছিল। মন্ত্র পাঠ করে তাদের উপনয়নের ব্যবস্থা করলেন নলিনী রায় ও দেবাশীষ পাঠক। সকলকে নামাবলী এবং পৈতে দিয়ে ৭০ জন অব্রাহ্মণ পুরুষ এবং মহিলাদের উপনয়ন করা […]
Continue Reading