মালদা বইমেলার উদ্বোধন ! উদ্বোধন করলেন মালদার রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ত্যাগোরুপানন্দজী মহারাজ

দেবু সিংহ,মালদা:- প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ৩৩তম মালদা জেলা বইমেলার উদ্বোধন। মঙ্গলবার বিকেলে মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড যুব আবাস সংলগ্ন ময়দানে প্রদীপ প্রজ্জ্বলন করে বইমেলার উদ্বোধন করেন মালদা রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ত্যাগোরুপানন্দজী মহারাজ। সঙ্গে ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী, তিন বঙ্গরত্ন বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, ডাক্তার দেবাশিস সরকার, ইতিহাসবিদ রাধাগোবিন্দ ঘোষ, […]

Continue Reading