করোনা সচেতনতায় নন্দকুমার বাজারে এস ইউসিআই দলের প্রচার, চালু হেল্পলাইন
পূর্ব মেদিনীপুর: নন্দকুমার বাজারে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে সোমবার করোনা মোকাবিলায় সচেতনতা মূলক প্রচার করা হলো। করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পর্যাপ্ত টেস্ট এর ব্যবস্থা, হাসপাতালের শয্যা বাড়ানো, সকলকে বিনামূল্যে ভ্যাকসিন এবং জীবনদায়ী ঔষধ সরবরাহ, অক্সিজেন- আম্বুলান্স এর ব্যবস্থা করা, মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু দাবি নিয়ে সোচ্চার হন দলের কর্মীরা। সাধারণ মানুষের […]
Continue Reading