রোগীদের সুস্থ কামনায় প্রায় ৫৯ বছর আগে হাসপাতালে চালু হয় শ্যামাকালী পুজো

দেবু সিংহ,মালদা: রোগীদের সুস্থ কামনায় প্রায় ৫৯ বছর আগে মালদা জেলা হাসপাতালের যক্ষা বিভাগ সংলগ্ন চত্বরই শুরু হয়েছিল দেবী শ্যামাকালী মাতার পুজো। আর সেই রীতি মেনেই সোমবার রাতে অমাবস্যার তিথিতে পূজিত হলো শ্যামা মায়ের মূর্তি। বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের যক্ষা বিভাগ সংলগ্ন চত্বরই রয়েছে দেবী কালীমাতার মন্দিরটি। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, ৫৯ বছর আগে […]

Continue Reading