নদীয়ার নাকাশিপাড়ায় বাঁশের সাঁকো দিয়েই বিপদজনক পারাপার ! কবে হবে সেতু অপেক্ষায় গ্রামবাসীরা

মলয় দে নদীয়া :-নদীয়ার কৃষ্ণনগর সংলগ্ন বেথুয়ার নাকাশীপাড়া ব্লকের আড়পাড়া সত‍্যপুর গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে ছাড়ি গঙ্গা,আর সেই ছাড়ি গঙ্গার ওপর দিয়ে রয়েছে বিপদজনক একটি বাঁশের সাকো।নেই কোনো ব্রীজ,নেই কোনো রাস্তা,গঙ্গার জলস্তর বাড়ায়,বিপদজনক ভাবে,জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে বাশের সাঁকো পেরিয়ে নাকাশীপাড়া ব্লকের আড়পাড়া সত‍্যপুর গ্রামের মানুষ জনের অবাধে চলছে যাতায়াত। স্থানীয় জন প্রতিনিধি, […]

Continue Reading