সারা বিশ্বের মতো নদীয়ার রানাঘাটে পালিত হলো গুড ফ্রাইডে

মলয় দে নদীয়া :-আজ গুড ফ্রাইডে। আজকের দিনে যীশু খ্রীষ্ট কে ক্রুশবিদ্ধ করেছিলেন কুচক্রীরা। সারা বিশ্বের সঙ্গে আজ রানাঘাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো গুড ফ্রাইডে। ভগবান যীশুর ক্রুশবিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করার দিনে গির্জায় গির্জায় আয়োজিত হলো প্রার্থনা। রানাঘাট সেন্ট লুক চার্জে আয়োজিত হয় প্রার্থনা সভা। উপস্থিত ছিলেন ফাদার ডেভিল রয় ও ফাদার জন বর। […]

Continue Reading