বিষাক্ত সাপের বিষ-‌সহ ২ পাচারকারীকে গ্রেপ্তার

মালদা: গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিষাক্ত সাপের বিষ-‌সহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করল মালদা জেলার বামনগোলা থানার পুলিশ। ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ মালদা আদালতে তোলা হবে ধৃতদের বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, ধৃতদের নাম আলম মিয়াঁ(‌৩২)‌ ও মোসিফক আলম(‌২৩)‌। ধৃতদের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। এদিন তারা একটি সাদা গাড়িতে করে সাপের বিষ পাচার […]

Continue Reading