রাখিবন্ধন উৎসবে গাজনা’র রবীন্দ্রনাথ জাতীয় যুব কম্পিউটার সেন্টার

অঞ্জন শুকুল, কৃষ্ণগঞ্জ:  রাখীবন্ধন উৎসবে সামিল হলো নদীয়া জেলার হাঁসখালি ব্লকের গাজনা’র রবীন্দ্রনাথ জাতীয় যুব কম্পিউটারের পক্ষ থেকে । সোমবার পথচলতি জনতার মধ্যে রাখীবন্ধনে আবদ্ধ করার সাথে সাথে মিষ্টি ও মাস্ক দেওয়া হয় । স্বনির্ভর গোষ্টীর নির্মিত কচুরিপানার রাখী প্রত্যেক মানুষকে পরানো হয় । প্রতিষ্ঠানের পক্ষ থেকে জনগণের মধ্যে জাতি, ধর্ম , নির্বিশেষে সম্প্রীতির বাণী […]

Continue Reading

কচুরিপানা দিয়ে রাখি বানিয়ে নজির গড়লো কৃষ্ণগঞ্জের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা 

অঞ্জন শুকুল, নদীয়া: কচুরিপানা দিয়ে রাখি বানিয়ে তাক লাগালো নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের মাজদিয়ার চন্দননগরের কো-অপারেটিভ সোসাইটির স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। এরা মাজদিয়ার বাংলার ইকো ক্রাফটের পক্ষ থেকে রাখি বানিয়েছে। সম্প্রীতির বন্ধন রাখি। একসময় রাখি তাগা হিসেবে প্রচলন ছিল। এরপর সময়ের সাথে সাথে রাখির ও হয়েছে রকমভেদ। কেউ ফুল দিয়ে, কেউ অন্য কোন জিনিস দিয়ে রাখিকে আকর্ষণীয় […]

Continue Reading