শহীদ স্মরণে নদীয়ার শান্তিপুরের বিবেকানন্দ নগর প্রগতির রক্তদান শিবির
মলয় দে নদীয়া:-২০১২ সাল থেকে পথ চলা নদীয়ার শান্তিপুরের বিবেকানন্দর প্রগতির। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত সারাবছর। তোমাকে কাজকর্ম নিয়ে আমাদের এই সংস্থা তৈরি হয়েছিলো। প্রতিবছর জানুয়ারি মাস আসলেই সমগ্র শান্তিপুর উপস্থিত হয় প্রগতির সংস্কৃতিকমেলায়। দেশের বর্তমান পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তাল্পতা দূর করতে তিনজন মহিলা সহ মোট ৫৬ জন রক্ত দান করেন।
Continue Reading