দৃষ্টিহীনরা নিজেরাই রক্তদান শিবিরের আয়োজন করে, রক্তদানের মাধ্যমে নজির গড়ল

দেবু সিংহ ,মালদা:  দৃষ্টিহীনরা নিজেরাই রক্তদান শিবিরের আয়োজন করে তাতে রক্ত দিলেন। দৃষ্টিহীনদের দ্বারা পরিচালিত সংস্থা ‘‌স্পার্ক’‌ এর উদ্যোগে বুধবার মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গেছে, করোনা আবহে রক্তের সঙ্কোট মেটাতে এবং রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে দৃষ্টিহীনদের দ্বারাই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন হাজির ছিলেন সর্ব শিক্ষা মিশনের ডিইও […]

Continue Reading