মালদা আদিবাসী রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

দেবু সিংহ ,মালদা: মালদা আদিবাসী রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও লায়ন্স ক্লাব আদি মালদার সহযোগিতায়, হবিবপুর সামু হেমরম উচ্চ বিদ্যালয়ে সোমবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ২৬ জন আদিবাসী স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বি ডি ও শুভজিৎ জানা, মালদা জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ সরলা মূর্মু, […]

Continue Reading