রক্ত দিয়ে জীবন বাঁচালেন রামকৃষ্ণ আশ্রমের প্রধান স্বামী জ্যোতির্ময়নন্দ
দেবু সিংহ ,মালদা : অসুস্থ হয়ে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন মালদা রতুয়া থানার মহানন্দা টোলার বাসিন্দা প্রণব মন্ডল। চিকিৎসক জানান জরুরী রক্তের প্রয়োজন। সংকটময় মুহূর্তে লকডাউনের ফলে মালদা ব্লাড ব্যাংকের ভাঁড়ার শূন্য। রোগীকে বাঁচানোর জন্য প্রণববাবুর আত্মীয়েরা রক্তদাতার খোঁজ করেন। এই লকডাউনের সময় রক্তদাতার খোঁজ পাওয়া যায় না। এমন সময় দেবদূতের মতন হাজির হন বাঙ্গিটোলা […]
Continue Reading