ভোটের ময়দানে লড়াইয়ে মা ও মেয়ে ! ভোট প্রচারে বেরিয়ে মুখোমুখি হতেই হলো সৌজন্য বিনিময়ও

মদন মাইতি, পূর্ব মেদিনীপুর:একই বুথে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে ভোট প্রচারও চালাচ্ছে জোরদার। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির হলুদবাড়ি অঞ্চলের দেখালি ১৫৭নং বুথে তৃণমূলের প্রার্থী হয়েছেন পূর্ণিমা রানী দোলাই। ওই একই বুথে বিজেপির প্রার্থী হয়েছেন পূর্ণিমা রানী দোলাই এর মেয়ে তথা বিজেপি প্রার্থী পম্পা মাইতি। সকাল থেকেই বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার করছে যুযুধান দু পক্ষই। […]

Continue Reading