করিডর না থাকায় প্রাণ হারাচ্ছে বিরল বাঘরোল !
অভিজিৎ হাজরা,আমতা: হাওড়া গ্ৰামীণ জেলায় শ্যামপুর,উদং,ফতেপুর,নওপাড়া,নারিট,নোরিট,সিরোল গাজীপুর,কলবাঁশ,জয়পুর সহ জেলার বিভিন্ন এলাকায় বাঘরোল (চলতি কথায় মেছো বিড়াল) এর বিচরণ ক্ষেত্র।এই সমস্ত রাস্তা গুলিতে দুই চাকা থেকে চার চাকার,বাস,লরি সহ অন্যান্য গাড়ি চলাচল করে। বাঘরোল আছে এই সমস্ত এলাকায়। এদের রাস্তা পারাপার করার জন্য কোন ও করিডর না থাকার কারণে প্রতিদিন কোথাও না কোথায় বাঘরোল প্রাণ হারাচ্ছে। […]
Continue Reading