বাই-সাইকেল চালিয়ে কলকাতা থেকে ৩৮৫ কিলোমিটার দূর চাঁচলে ফিরল দুই যুবক 

দেবু সিংহ, মালদা :করোনা মহামারী ইতিহাস করছে ডিজিটাল যুগে। প্রাচীরের ওপার চীন দেশ থেকে সূত্রপাত করোনা ভাইরাস। এর পরেই ছড়িয়ে পরে গোটা বিশ্বে। লন্ডভন্ড হয়ে গেছে বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিকাঠামো। এই মহামারি রুখতে বিভিন্ন দেশের সরকার লকডাউনেরও ঘোষনা করেছেন। থেমে থাকেননি ভারত সরকারও। করোনা মুক্ত ভারত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ‍্যে লোকডাউন ঘোষনা করেন। […]

Continue Reading