প্রজাতন্ত্র দিবস উদযাপনে ঋষি অরবিন্দ সঙ্খ

দেবু সিংহ মালদা-‌ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি নেয় ঋষি অরবিন্দ সঙ্খ। রবিবার জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ঋষি অরবিন্দের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান উদ্যোক্তারা। সোমবার শিশুদের অঙ্কন প্রতিযোগতার আয়োজন করা হয়। ৩টি বিভাগে ভাগ করা হয়। ৩-‌৫ বছর পর্যন্ত ‘‌ক’‌ বিভাগ। তাদের বিষয় ছিল রঙ ভরো। ৬-‌৯ বছর পর্যন্ত ‘‌খ’‌ বিভাগ। তাদের বিষয় ছিল […]

Continue Reading

মালদা জেলাতে প্রশাসনের পক্ষ থেকে সাড়ম্বরে পালিত হলো প্রজাতন্ত্র দিবস

দেবু সিংহ মালদা : সারা ভারতের সাথে মালদা জেলাতেও সাড়ম্বরে পালিত হলো ৭১ তম প্রজাতন্ত্র দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে কুচকাওয়াজের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ অন্যান্য আধিকারিক ও অফিসারেরা। রবিবার সকাল নয়টা নাগাদ, জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক রাজর্ষি মিত্র। এরপর শুরু […]

Continue Reading