জনসাধারণকে করোনা সচেতন করতে পথনাটিকা

মলয় দে, নদীয়া :রানাঘাটে প্রতিনিয়তই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।এমতাবস্থায় গতকাল রানাঘাটে সাধারণ মানুষকে সচেতন করতে পথ নাটিকার আয়োজন করলো রানাঘাট রূপারুপ নাট্যসংস্থা।পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় এবং রানাঘাট পৌরসভার সহযোগিতায় এদিন রানাঘাটের বিভিন্ন মোড়ে করোনা সচেতনতায় পথ নাটিকা পরিবেশন করে রূপারুপ। রবিবার রানাঘাট পৌরসভার সামনে থেকে এই মহতি উদ্যোগের সূচনা হয়।এরপর রানাঘাটের বিভিন্ন রাস্তার মোড়ে পরিবেশিত হয় […]

Continue Reading