নৈশকালীন ভলিবল প্রতিযোগিতা

দেবু সিংহ,মালদা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একদিনের একটি নৈশকালীন ভলিবল প্রতিযোগিতা হয়ে গেলো চাঁচলের রানীপুড়ে। বৃহস্পতিবার চাঁচল ১ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের রানীপুর যুবক বৃন্দের পক্ষ থেকে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন ওই প্রতিযোগিতায় গোটা চাঁচল থেকে মোট ১২ টি দল অংশগ্রহণ করেন। এদিনের ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মালদার আমৃতি ও রানাস হয় আশাপুরের তারাপুর। […]

Continue Reading