দীঘায় দানবীয় জ্লচ্ছ্বাস। গার্ডওয়াল টপকে ঢুকলো জল
দীঘা: দীঘায় দানবীয় জ্লচ্ছ্বাস। গার্ডওয়াল টপকে জল ঢুকছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। সোমবারও আকাশের মুখ ভার। যাই করা হয়েছে কমলা সতর্কতা । পূর্ব মেদিনীপুর জেলা সহ দীঘায় কখনো মুষলধারে তো কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। উত্তাল দিঘার সমুদ্র। গাড়োয়াল টপকে জল ঢুকছে। জলমগ্ন মেরিন ড্রাইভ সহ দীঘার বিস্তীর্ণ এলাকা। প্রশাসনের […]
Continue Reading