তমলুক ময়না রাজ্য সড়কে উল্টে গেল ট্রেকার পথ দুর্ঘটনায় মৃত

তমলুক হাসপাতাল মোড় থেকে ময়না যাওয়ার পথে তমলুকের চক শ্রীকৃষ্ণপুর এর কাছে একটি যাত্রী বোঝাই ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রেকারে ড্রাইভারের। ট্রেকারের ড্রাইভারের নাম মইনুদ্দিন মল্লিক (৩২)। বাড়ি নন্দকুমার থানার ঈরকা ইরকা। তমলুক হাসপাতাল মোড় থেকে নিমতৌড়ি পর্যন্ত রাস্তা বেশ চওড়া করা হয়েছে। ফলে দ্রুত গতিতে গাড়ি যাতায়াত করেই রাস্তা দিয়ে। […]

Continue Reading