শ্মশানের চুল্লির ফার্নেসে ফাটল! রানাঘাট শ্মশানে মৃতদেহ দাহ করার কাজ ব্যাহত

মলয় দে নদীয়া :-গত চারদিন ধরে রানাঘাট শ্মশানে বৈদ্যুতিক চুল্লি খারাপ। যান্ত্রিক ত্রুটির জন্য রানাঘাট শ্মশানে বৈদ্যুতিক চুল্লি “বৈতরণী” বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে রানাঘাট শ্মশানে দাহ করতে আসা মৃতের আত্মীয়-পরিজনেরা বিপাকে পড়ছেন। রানাঘাট পুরসভা সূত্রে জানানো হয়েছে গত মঙ্গলবার থেকে চুল্লির ফার্নেসে ফাটল দেখা দেয়, আর ওই দিন থেকেই বন্ধ শবদাহ। মেরামতির জন্য যুদ্ধকালীন […]

Continue Reading