এসএসসির কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষায় নদীয়ার বনশ্রী বসাক সর্বভারতীয় ক্ষেত্রে রাজ্যের মধ্যে প্রথম

মলয় দে নদীয়া:-এসএসসির কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষায় নদীয়ার ফুলিয়ার বেলের মাঠের মেয়ে বনশ্রী বসাক এ বছর সর্বভারতীয় ক্ষেত্রে ২২ রাঙ্ক করেছে। রাজ্যের মধ্যে তার স্থান সর্বোচ্চ। এর আগে বনশ্রী একই পরীক্ষায় ৬৯৪ রাঙ্ক করেছিলেন। তার ভিত্তিতে প্রায় দুমাস ধরে এজি বেঙ্গলের ডিভিশনাল একাউন্টেন্ট পদে চাকরি করছেন। এবার তিনি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদে চাকরি করবেন। বনশ্রীর […]

Continue Reading