অবসরপ্রাপ্ত শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগে স্কলারশিপ চালু

দেবু সিংহ ,মালদা : নয়মৌজা সাবহানিয়া হাইমাদ্রাসা থেকে গত বছর অবসর নেওয়ার দিন ঘোষণা করেছিলেন, মেধাবী পড়ুয়াদের মধ্যে স্কলারশিপ চালু করার ব্যাপারে। সেই মতো তিনি চালু করলেন স্কলারশিপ । পাশাপাশি ওই শিক্ষক মহম্মদ এজাবুল হক আজীবন এই স্কলারশিপ চালিয়ে যাবেন বলে জানান। গত শিক্ষাবর্ষের কৃতী পড়ুয়াদের প্রত্যেককে আড়াই হাজার টাকা করে দিলেন। তবে শুধুমাত্র এবারই […]

Continue Reading