অন্ধ শুকদেবের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ ত্রাণ কর্মাদক্ষ মর্জিনা খাতুন

দেবু সিংহ,মালদা: অন্ধ ভিখারী শুকদেব দাসের বাড়িতে গেলেন জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মদক্ষ মর্জিনা খাতুন। তিনি শুকদেব কে সাহায্য প্রতিশ্রুতি দেন। তিনি আশ্বাস দেন গীতাঞ্জলি প্রকল্পের মাধ্যমে তাকে একটি ঘর দেওয়া হবে অতি অবশ্যই। এদিন শুকদেবের হাতে তিনি কিছু আর্থিক সাহায্য তুলে দেন।মর্জিনা খাতুন জানান আমি খুব শীঘ্রই সুখ দেবে র জন্য ঘরের […]

Continue Reading