ইউক্রেনে খারকিভ শহরে আটকে মালদার ডাক্তারি পড়ুয়া, দুশ্চিন্তায় পরিবারের লোকেরা

দেবু সিংহ,মালদা : ইউক্রেনে আটকে মালদার পড়ুয়া।ওই ছাত্র সেখানে ডাক্তারি পড়তে গিয়েছে।ইউক্রেনের খারকিভ শহরে।ওই ছাত্র তার পরিবারকে হোয়াটসআপ কলের মাধ্যমে জানায় তারা সেখানে অসুবিধার মধ্যে রয়েছে। সেখানে তাদের হোস্টেলের সামনে দিয়ে যুদ্ধ ট্যাঙ্কার যাতায়াত করছে। বোমা গুলির শব্দ শোনা যাচ্ছে। ফলে দুশ্চিন্তায় রয়েছে দে পরিবার। তারা ইতিমধ্যে এই বিষয় নিয়ে জেলা শাসকের দপ্তরে ছেলেকে ফিরিয়ে […]

Continue Reading