বাধা থাকলেও মনের জোরেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কাঁথির ঈশিতা

কাঁথি : কাঁথির মুখ বধির ঈশিতা মনের জোরেই দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা।কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয় থেকে এ বছরের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে। মূখ বধির হলে কি হবে পড়াশুনার একাগ্রতা তাঁর প্রখর। সে কারনে ছোটোবেলা থেকেই মূখবধির প্রতিবন্ধী স্কুলে পড়াশুনা করত। তারপর কাঁথি ব্রাম্ভবালিকা বিদ্যালয়ে পঞ্চমশ্রেণী থেকে অন্যান্য সহপাঠীদের সঙ্গে নিজের জ্ঞান ক্ষমতায় প্রতিবন্ধকতাকে দুরে সরিয়ে ইশারার […]

Continue Reading