মোথাবাড়িতে ট্রাক্টর উল্টে গিয়ে মৃত্যু হল এক নাবালক ছাত্রের

দেবু সিংহ, মালদা: ট্রাক্টর উল্টে গিয়ে মৃত্যু হল এক নাবালক ছাত্রের। ঘটনায় আহত আরো চারজন। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার তোফি এলাকায়। জানা গেছে মৃত ওই নাবালক ছাত্রের নাম আহাত আলী। বয়স ১২। বাড়ি ওই এলাকাতেই। পরিবার সূত্রে জানা যায়  গতকাল গোবর বোঝায় করে একটি ট্রাক্টর স্থানীয় একটি জমিতে যাচ্ছিল। ঠিক সেই সময় তোফি এলাকায় ট্রাক্টরটি […]

Continue Reading