জল নিকাশি ব্যবস্থা না থাকায় ২০টি পরিবারের অসহায় অবস্থা
দেবু সিংহ ,মালদা: বর্ষার জলে প্লাবিত মালদা জেলার শহরের ১ নম্বর ওয়ার্ডের মহেষপুর ইন্দ্রপল্লী এলাকা। প্রায় ২০টি বাড়ি জলের তলায়। একহাঁটু জল মধ্যেই যাতায়াত করতে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ দিনের পর দিন এভাবেই কাটাতে হয় বাসিন্দাদের। তারা এও জানান স্থানীয় কাউন্সিলর রাজীব চম্পটিকে জানিয়ে কোনও ফল হয় নি। একমনকী ‘দিদিকে বলো’তে জানিয়েও কাজের কাজ কিছুই হয়। […]
Continue Reading